গত ৩০ জুলাই ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শরীয়তপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়ায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আনুমানিক ৬৪ (চৌষট্টি) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ সর্বমোট ১০০০/- (এক হাজার টাকা) জরিমানা ধার্য ও আদায় করেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস